রোববার   ১৩ জুলাই ২০২৫   আষাঢ় ২৯ ১৪৩২   ১৭ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫  

বড় পরিসরে এবারই প্রথম মাঠে গড়াচ্ছে ক্লাব বিশ্বকাপ। যার শিরোপা নির্ধারণী মঞ্চে আজ রবিবার রাত ১টায় মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। ইউরোপ সেরার মুকুট মাথায় দেওয়া ফরাসিদের বিপক্ষে লড়াইটা ‘আন্ডারডগ’ চেলসির হলেও সেটা জমজমাট হওয়ার আভাসই মিলছে। সেই মঞ্চে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।    

অবশ্য ট্রাম্পের এই অপ্রত্যাশিত আগ্রহ প্রদর্শনকে কৌশলগত রাজনৈতিক অস্ত্র প্রয়োগের সর্বশেষ প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের এই মাঠেই আগামী ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফলে আজকের মঞ্চকে এক ধরনের পরীক্ষামূলক প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।


ট্রাম্প স্পষ্ট করে আগেই বলেছেন যে, ঘরের মাঠে এই দুটি টুর্নামেন্ট ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে নিজের দ্বিতীয় মেয়াদে আমেরিকার সোনালী যুগের প্রদর্শনী হিসেবে দেখছেন। 


অবশ্য বিলিয়নিয়ার এই রিপাবলিকান নেতার সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ বন্ধুত্বও এই উপস্থিতির আরেকটি কারণ। ইনফান্তিনো মার্চেই হোয়াউট হাউজ সফরে গিয়েছিলেন। তার পর থেকে ট্রাম্প ওভাল অফিসে তার ডেস্কের পাশে ক্লাব বিশ্বকাপের ট্রফি রেখে দিয়েছেন। 

ফুটবলের প্রতি ট্রাম্পের আগ্রহ ব্যক্তিগত কারণেও বটে। ফিফার নতুন অফিস নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে শনিবার এক সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জানান, প্রেসিডেন্টের ১৯ বছর বয়সী ছেলে ব্যারন অনেক বড় ফুটবল ভক্ত। ট্রাম্পও কি ফুটবল পছন্দ করেন? এমন প্রশ্নে ইনফান্তিনো বলেছেন, ‘আমার মনে হয় তিনি পছন্দ করেন। তার প্রথম প্রেসিডেন্সি চলাকালে হোয়াইট হাউজের বাগানে একটি সকার গোলপোস্ট ছিল। তিনি আমাকে ব্যাখ্যা করেছিলেন, তার ছেলে ফুটবল কতটা ভালোবাসে এবং তিনি নিজেও খেলাটি ভীষণ ভালোবাসেন। আর আপনি যখন একজন বাবা হন, আপনার সন্তান যেটা ভালোবাসে, সেটাই আপনি ভালোবাসবেন। তাই মনে করি, তিনিও ভালোবাসেন।’

নিউ ইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে পড়ার সময় ট্রাম্প নিজেও একটি মৌসুম ফুটবল খেলেছিলেন বলে শোনা যায়। যদিও খেলাটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে যেখানে ফুটবল এখনও আমেরিকান ফুটবল, বাস্কেটবল এবং বেসবলের পেছনে রয়েছে, সেখানে ট্রাম্পের এই ভালোবাসা কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে!

এই বিভাগের আরো খবর